ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, ‘এবারের নির্বাচন আত্মমর্যাদা সমুন্নত রাখার নির্বাচন। বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। কাজেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কিছুতেই আমাদের সম্ভ্রম খোয়াতে পারি না।’
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সরকারি কর্মকর্তাদের প্রশিকদের প্রশিণে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার নির্বাচনি কর্মকর্তাদের নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ব্যর্থ হলে নির্বাচনও ব্যর্থ হবে। আপনারা সফল হলে, সমগ্র জাতি সাফল্যে উদ্ভাসিত হবে।’
তিনি বলেন, ‘আগে এদেশে তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক ও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা ধারাবাহিকতার ঐতিহ্য সৃষ্টি করতে যাচ্ছি। এ জন্য আমরা এই নির্বাচনকে ভিন্নভাবে প্রবাহিত হতে দিতে পারি না।’
নির্বাচনি কর্মকর্তাদের হুঁশিয়ার করে এই কমিশনার বলেন, ‘ভোটকেন্দ্রের সকল অনিয়ম রোধ, শান্তি ও শৃঙ্খলা রার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের মতা আপনাদের দেওয়া হয়েছে। আপনাদের দায়িত্ব পালনে কোনও শিথিলতা বরদাশত করা হবে না। মনে রাখবেন, যুদ্ধেেত্র সৈনিকের মতো আপনাদের সম্মুখ সমরেও সাফল্যের কোনও বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ ইতিহাসের এক সোনালি অধ্যায় রচনা করবে। সেই সোনালি অধ্যায়ের রূপকার আপনারা। জাতির এই ক্রান্তিলগ্নে আপনারা এক মহান দায়িত্ব লাভ করেছেন। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের অবদান জাতির ইতিহাসে গৌরবগাথা হয়ে থাকবে। আমরা শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর নজরদারির সামনে। আমাদের প্রতিটি কার্যকলাপ, প্রতিটি পদপে সবাই প্রত্যভাবে পর্যবেণ করছেন।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech