আ.লীগকে সরকার গঠনে সহায়তা করে জাপা : রাঙ্গা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

আ.লীগকে সরকার গঠনে সহায়তা করে জাপা : রাঙ্গা

ডেস্ক প্রতিবেদন
বিএনপি এরশাদকে কারাগারে আটকে রেখে হত্যার চেষ্টা করেছিল, এ জন্য জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

সোমবার বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে রাঙ্গা গণমাধ্যমকে এ কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা বিচারে সাত বছর জেলখানায় আটকে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এ কারণেই জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন না দিয়ে, আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করা হবে। তৃণমূলের সব নেতাকর্মীকে আবারও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আমরা আরও রাজনৈতিক কর্মী তৈরি করব।’

মসিউর রহমান আরও বলেন, ‘মহাজোটের কাছে জাতীয় পার্টি ৫২টি আসন প্রত্যাশা করে। তবে মহাজোটের সাথে আলাপ- আলোচনার মাধ্যমেই মহাজোটের আসন চূড়ান্ত করা হবে। ৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্তভাবে আসন বণ্টন হবে। কোনোভাবেই মহাজোটে ভুল বোঝাবুঝি হবে না। গত নির্বাচনের আগেও দলের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তাতে আমরা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাইনি। এবারও নির্বাচনের পূর্বে একটি অশুভ শক্তির তৎপরতায় স্বাভাবিক কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছিল। হায়েনার মতোই অশুভ শক্তি তৎপরতা শুরু করেছিল।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমরা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ তৃণমূলে আবারও ছড়িয়ে দেবো, যাতে প্রতিটি মানুষ ভোট দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখে। তাদের সামনে তুলে ধরা হবে হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল। সাধারণ মানুষের কাছে আমরা হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন, সুশাসন এবং মানবিক কর্মসূচি তুলে ধরতে পারলে দেশের মানুষ অবশ্যই জাতীয় পার্টিকে ভোট দেবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর