৬ আসনে ইভিএম ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

৬ আসনে ইভিএম ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ডেস্ক প্রতিবেদন
নির্বাচন কমিশন (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হয়েছে।

সোমবার এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

রিটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল চেয়েও আবেদন করা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটকারী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘৩০০ আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বৈষম্যমূলক।’

নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতীরা-২ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর