ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
দ্বিতীয় দিনে ২৩৪ জন প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংুব্ধদের আপিল গ্রহণ করে কমিশন।
এর মধ্যে বরিশাল ১২, সিলেট ১৫, ময়মনসিংহ ১৬, রংপুর ২৭, ঢাকা ৬৮, রাজশাহী ২২, চট্টগ্রাম ৫৬, খুলনা ১৮, মোট ২৩৪টি। গতকাল সোমবার প্রথম দিনে আপিল করেছিলেন ৮৪ জন প্রার্থী।
২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারা দেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
বাতিল হওয়া প্রার্থীরা বুধবার পর্যন্ত আপিল শুরু করতে পারবেন। আগামী ৬, ৭, ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেসব মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে, সেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬, ৭, ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।
আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech