ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল ১৪টি ও সাদা দল ১টিতে বিজয়ী

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল ১৪টি ও সাদা দল ১টিতে বিজয়ী

ডেস্ক প্রতিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ১৪টি ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দল ১টি পদে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের শিক্ষক ড. অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামীপন্থী শিকদের নীল দল ১৫টি কার্যকর পরিষদ পদে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জিতেছেন। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিকদের সাদা দলের প্রার্থী।

বিজয়ীরা হলেন- সভাপতি পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক পদে ব্যবসায় শিা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্য পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, লেদার অ্যান্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে।

বিএনপি-জামায়াতপন্থী শিকদের সাদা দলের একমাত্র সদস্য বিজয়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর