শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে নীতিমালার নির্দেশ

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮

শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে নীতিমালার নির্দেশ

ডেস্ক প্রতিবেদন
শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে নীতিমালা তৈরির উদ্যোগ নিতে বলেছে হাইকোর্ট। এ জন্য অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

অরিত্রীর আত্মহত্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন ব্যারিস্টার অনীক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা, জেসমিন সুলতানা। আইনজীবীরা নজরে আনার পর আদালত এই নির্দেশ দেয়।

আদেশের বিষয়ে আদালতে অরিত্রীর আত্মহত্যার বিষয়টি নজরে আনা এক আইনজীবী বলেন, ‘এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি জাতীয় নীতিমালা প্রণয়নে অতিরিক্তি শিক্ষা সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। এক মাসের মধ্যে এই কমিটিকে দুটি প্রতিবেদন দিতে বলেছে আদালত।’

‘একটি হচ্ছে, জাতীয় নীতিমালা প্রণয়নে তারা একটি প্রতিবেদন দেবে। আরেকটি হচ্ছে, অরিত্রী অধিকারীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেবে।’

অরিত্রীর আত্মহত্যার মতো ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের পদপে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সরকারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এ আইনজীবী।

২ ডিসেম্বর অরিত্রী অধিকারী নামে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করে। এ ঘটনায় শিক্ষামন্ত্রণালয় এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কর্তৃপ দুটি তদন্ত কমিটি করে। দুই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর