ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আবার হাসপাতারে ভর্তি হয়েছেন এরশাদ। তবে অসুস্থতার কারণে নয়, এবার তিনি হাসপাতালে গিলেন নিঃসঙ্গতা কাটাতে। জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা এমনটাই জানিয়েছেন।
জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এরশাদের অবস্থা সম্পর্কে বলেন, তিনি শতভাগ সুস্থ আছেন। তিনি নিঃসঙ্গ তাই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বনানীতে প্রেস ব্রিফিংয়ে রাঙ্গা বলেন, হাসপাতালে গিয়ে ডাক্তার ও নার্সদের সাথে নিঃসঙ্গতা কাটানোর চেষ্টা করেন এরশাদ। আগামী ১০ ডিসেম্বর তিনি সিঙ্গাপুর যেতে পারেন।
মাত্র তিন দিন আগেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর মঙ্গলবার সকালে আবার ওই হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বৈরশাসক এরশাদ।
আরেক প্রশ্নের জবাবে রঙ্গা বলেন, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech