ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সংশ্লিষ্ট শিক্ষকরা দীর্ঘদিন মর্যাদা উন্নীতের দাবি জানিয়ে আসলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মেয়াদের শেষ সময়ে এসে সেই দাবি পূরণ হলো। যদিও শরীরচর্চা শিক্ষকরা প্রথম শ্রেণির মর্যাদার দাবিতে আদালতে মামলা করেছিলেন। আদালত তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ার আদেশ দিয়েছিলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সম্মতি পাওয়ার পর শরীরচর্চার শিকদের পদকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলো।
দেশে ৩২৭টি সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং আলিয়া মাদরাসা ছিল। সম্প্রতি তিন শতাধিক বেসরকারি কলেজ জাতীয়করণ করে সরকার। সব মিলিয়ে দেশে ৬২৫টি সরকারি কলেজ রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech