বিএনপি-ঐক্যফ্রন্টের যৌথ ইশতেহার ঘোষণা : ড. কামাল

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

বিএনপি-ঐক্যফ্রন্টের যৌথ ইশতেহার ঘোষণা : ড. কামাল

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট যৌথভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এ কথা জানান।
ড. কামাল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের মালিকানা দেশ ফিরে পাবে। জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনি আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনি আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।’

নির্বাচনের পে জনমত তৈরি হয়েছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘২০১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ পাঁচ বছর মতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি। সরকার আবারও যেনতেন নির্বাচন করার পাঁয়তারা করছে।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনই থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।’

এ সময় উপস্থিত ছিলেন—জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কূটনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর