ঢাকা ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
লন্ডনে টাওয়ার হ্যামলেট কেয়ারর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্থানীয় রিজেন্ট লেক ব্যাংকুইটিং হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ইফতারপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, রুশনারা আলী এমপি, আফসানা বেগম এমপি, কাউন্সিলের স্পিকার শাফি আহমেদ, লেবার পার্টির ও এস্পেয়ার পার্টির কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন আহমেদ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট জাহিদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাহান চৌধুরী ও জগলুল খান।
এছাড়া অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সফর উদ্দিন, জাকির হোসেন, ফজলুর রহমান ও কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলরবৃন্দ এবং কমিউনিটির বিশাল সংখ্যক বিভিন্ন পেশাজীবি গুনীজনরা উপস্থিত ছিলেন। তারা অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech