নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া, রিট খারিজ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া, রিট খারিজ

ডেস্ক প্রতিবেদন
প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের এ আদেশের ফলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

১৮ ডিসেম্বর, মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে করা পৃথক তিনটি রিট আবেদন খারিজ করে দেয়। এ আদেশের ফলে খালেদা জিয়ার রিট খারিজের সিদ্ধান্ত উচ্চ আদালতে চূড়ান্ত হলো (তৃতীয় বেঞ্চে)।

মঙ্গলবার সকালে এ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা লিখিত একটি আবেদন করেছিলেন। আদালত সে আবেদনটি খারিজ করে দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা সময় চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা আদালত ক থেকে বের হয়ে যান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, হাইকোর্টের একক বেঞ্চ খালেদা জিয়ার করা তিনটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুসারে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। এই দিক বিবেচনায় নিয়ে আদালত রিট খারিজ করে দিয়েছেন। এ আদেশের ফলে তিনি এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার করা পৃথক রিট আবেদনের ওপর ১১ ডিসেম্বর বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চে পাঠান। শুনানি শেষে আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর