ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
বিএনপির নির্বাচনি ইশতেহার জনগণের সঙ্গে ধোকাবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
১৮ ডিসেম্বর, মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘বিএনপির ঘোষিত নির্বাচনি ইশতেহার মূল্যহীন। এটা জনগণের সাথে ধোকাবাজি ছাড়া কিছুই না। বিএনপির ইশতেহার জনগণের কল্যাণে কিছুু নেই। যে দলটির নেতা দেশে-বিদেশে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, জনগণ সে দলের কাছ থেকে জনকল্যাণমূলক কোনো কিছু আশা করে না। এগুলো সবই ধোকাবাজি।’
হানিফ আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে মতা দেওয়া হয়েছে, সাংবাদিকরা তা প্রয়োগ করবে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্বান্ত রয়েছে, সেনাবাহিনী আসবে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।’
ওই সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech