ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
বিজয়ের কণ্ঠ ডেস্ক
গত নভেম্বরে রফতানি আয় হয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।
ইপিবির তথ্য অনুযায়ী, গত নভেম্বরের চেয়ে ৫৫৬ মিলিয়ন ডলার বেড়ে এই নভেম্বরে রফতানি আয় দাঁড়িয়েছে ৪.১২ বিলিয়ন ডলার। নভেম্বর মাসে পোশাক খাতে আয় বেড়েছে ১৬.২৫ শতাংশ এবং রফতানি আয় হয়েছে ৩.৩০ বিলিয়ন ডলার।
পোশাক খাত ছাড়া অন্যান্য শিল্পেও রফতানি আয় উল্লেখজনক পরিমাণ বেড়েছে। হিমায়িত ও তাজা মাছ রফতানি ১৫ শতাংশেরও বেশি, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রায় ১৬ শতাংশ, ওষুধ শিল্পে ৫২ শতাংশেরও বেশি, প্লাস্টিক পণ্যে ৩২.৫৭ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় প্রায় ৬ শতাংশ বেড়েছে।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১২৫ শতাংশ, প্রিন্টিং উপকরণে ১২০ শতাংশ, জাহাজ, নৌকা ও নৌ-যান উপকরণের রফতানি আয় সাড়ে ১০ হাজার শতাংশ বেড়েছে। তবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের নভেম্বরে কাঁচ ও কাঁচের তৈরি পণ্য রফতানি কমেছে ৬৫ শতাংশ।
বেশ কিছু খাতে রফতানি আয় বাড়লেও সার্বিকভাবে নভেম্বর মাসের রফতানি আয় গত অক্টোবরের চেয়ে কমই রয়ে গেছে। ইপিবির তথ্যমতে, গত অক্টোবরে রফতানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি ছিল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech