সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ শহরের কালিবাড়িস্থ পৌর মার্কেটের তিন তলায় নব নির্মিত এই প্রেসক্লাবের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শনিবার বিকেলে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি পংকজ দে’র সভাপতিত্বে ও সেক্রেটারি এআর জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারি এডভোকেট নুরুল ইসলাম, সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ বারের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধূরী, সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেন, বারের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেরেনুর আলী, অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমূখ।
এছাড়াও সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে যত তুলে।
উদ্বোধন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে পৌষের পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সর্বশেষ ২৪ খবর