মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া এখন ঐক্যফ্রন্টে

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া এখন ঐক্যফ্রন্টে

ডেস্ক প্রতিবেদন
দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া খান চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করেছেন।

সোমবার পুরানো পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে ঐক্যফ্রন্টে যোগ দেন তিনি। এছাড়া জোটের সব কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকারিয়া খান চৌধুরী ১৯৭৭-৭৯ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন।

এর আগে ১৩ অক্টোবর জোট প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি, ১০ জন সেনা কর্মকর্তাসহ অনেকেই এ জোটে যোগদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর