সালমা, রেজাউল ও আলেয়া-কে বিএনপির সমর্থন

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

সালমা, রেজাউল ও আলেয়া-কে বিএনপির সমর্থন

ডেস্ক প্রতিবেদন
ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে, বগুড়া-৭ আসনে রেজাউল করিম ও জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগমকে সমর্থন দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার স্বামী। ঢাকা-১ আসন থেকে নির্বাচনে লড়ছেন সালমা। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সালমান এফ রহমান; যিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

এ ছাড়া বগুড়া-৭ আসনে রেজাউল করিম ও জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগমকে সমর্থন দিয়েছে বিএনপি।

পর্যায়ক্রমে বাকি শূন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ইতোমধ্যে প্রচার-প্রচারণা পর্ব শেষ হয়েছে। এরইমধ্যে গতকাল ঢাকা-১৭ আসন ছেড়ে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর তার একদিন পরই সালমাকে সমর্থন দিল বিএনপি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর