ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
নারায়ণগঞ্জের ফতুল্লায় রফতানিমুখি ইমু ফ্যাশন নামে পোশাক তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে ফতুল্লার বিসিক শিল্পনগরীর ইমু ফ্যাশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার সুইং সেকশনের সুপার ভাইজার মিলন জানান, শুক্রবার দুপুর ১২টার সময় ৬তলা ভবনের তৃতীয় তলার ফিনিসিং সেকশনে আগুন দেখে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আগুন ৪তলার সুইং সেকশনে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না।
কারখানার পিএম হারুন অর রশিদ জানান, দুপুরে লান্সের সময় হঠাৎ ফিনিসিং সেকশনে আগুন লেগে কয়েকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার তৈরিকৃত শিপম্যান্টের টিশার্ট ও মেশিনপত্র পুড়ে গেছে। এখনই বলা যাচ্ছে না কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ও কত টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ আল আরফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর এর সূত্রপাত সম্পর্কে বলা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech