ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
রাজধানীর পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। টাওয়ারের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, ১৪ ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত ছিল। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।
এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুনের প্রাথমিক কারণ জানতে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় টাওয়ারের ছাদে আটকা ১২ জনকে অত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে।
এদিকে প্রীতম-জামান টাওয়ারে আগুনের ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ভবনটির ৮ তলায় আগুন লাগলেও ঐক্যফ্রন্টের কার্যালয় তৃতীয় তলায়।
ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এটি উদ্দেশ্যেপ্রণোদিত বলে ধারণা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech