বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার

কুতুবে দাওরান মুজাদ্দিদে যামান হযরত শায়খ বর্ণভী (রহ’র) দোয়া’র ফসল শেখবাড়ি জামিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ৪ জানুয়ারি শুক্রবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরুণা মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা শায়খ খলিলুর রহমান হামিদী। ইসলামী মহাসম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে করাম ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করবেন।

উক্ত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ সওয়াব হাসিলের দাওয়াত দিয়েছেন শেখ বাড়ি জামিয়া মাদরাসার মুফতী মো. রশীদুর রহমান ফারুক বর্ণভী।

যাতায়াত: শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মধ্যবর্তী স্থানে ভৈরবগঞ্জ বাজারের উভরে মহাসড়কের পশ্চিম পার্শ্বে শেখ বাড়ি মাদরাসা ময়দান। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর