ঢাবির গর্ব ১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ, ভিসির বক্তব্যে সমালোচনা

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

ঢাবির গর্ব ১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ, ভিসির বক্তব্যে সমালোচনা

ডেস্ক প্রতিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মাত্র ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি সমুচা ও একটা চপ পাওয়া যায়। একেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব বলে উল্লেখ করেছেন দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান। গত রোববার টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইতিমধ্যেই উপাচার্যের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই উপাচার্যের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

ফেসবুকে শেরিফ ওবায়েদুল্লাহ নামে একজন লিখেছেন, ‘তুমি আমাকে একটা আখতারুজ্জামান স্যার দাও, আমি তোমাদের ১০ টাকায় একটি সিঙ্গারা, একটি সমুচা, একটি চপ ও এক কাপ চা দিব। …নেপোলিয়ন।’

সিহাবউদ্দিন নামে এক সাংবাদিক লিখেছেন, ‘সবাই ঢাবিতে সামুচা খান…তাহলেই উঠবে গিনেজ বুকে নাম…’

আলী আসিফ শাওন নামে আরেক সাংবাদিক লিখেছেন, ‘টিএসসিতে যাইতে চাই…!’

এম.এস.আই খান নামে একজন লিখেছেন, ‘শায়েস্তা খাঁ. ১ টাকায় আট মণ চাল!ঢাবি. ১০ টাকায় চা, সিঙ্গারা, সমুচা, চপ!’

মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করতে যায়..সিঙ্গারা সমুচা খেতে নয়। ভিসি হিসেবে আপনার মূল যে কাজ তা থেকে অনেক দূরে সরে গেছেন। কারণ এশিয়ার শ্রেষ্ঠ ১০০ বিশ্ব বিদ্যালয়ের মধ্যেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিলাঞ্জনা শম্পা সিরাজী লিখেছেন, হাহাহাহা বোকার মতো কথা বললেন স্যার।

ফরহাদ শুভ লিখেছেন, ইয়ে মানে খুশিতে ঠেলায় বলে ফেলেছি আর কি।

আরিফ ইকবাল নামে একজন লিখেছেন, এমন কথা যিনি বলেছেন তার লজ্জা না লাগতে পারে কিন্তু আমরা যারা শুনতেছি তাদের লজ্জা লাগতাছে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে মান ঠিক রাখা হয়নি, বসানো হয়নি কোনো যোগ্য ব্যক্তিকে যার কারণে আজ এই অবস্থা…

মো. দেলোয়ার হাফেজ লিখেছেন, এটা গর্ব করার মতো বিষয় তো বটেই। তবে সূক্ষ্ম একটি বিজ্ঞাপনও হয়ে গেল। কি বলেন? শিক্ষাক্ষেত্রে গর্বিত না হলেও, একজন চা অথবা সিঙ্গারাওয়ালার সহকারী হিসেবে তিনি অত্যন্ত গর্বিত।

মো. জাহেদ লিখেছেন, আমাদের এখানে ২০ টাকায় ভাত খাওয়া যায় ভাতের সাথে থাকছে, ডাউল, ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজা।

সলিম রেজা লিখেছেন, এই ধরনের হাস্যকর কথাবার্তা উনার মতন একজন মানুষ কিভাবে বলে? মানে এই কথাগুলা যে উনি বলছে কিসের ভিত্তিতে এই কথাগুলা বলে? এখানে কি এই কথাগুলো মানায়? তার কথা দাঁড়ায় আমাদের বাংলাদেশের মানুষ সমুচা আর সিঙ্গারা ১০ টাকায় পায়, আর কিছুই লাগে না।

জাকির হোসাইন লিখেছেন, এরকম ১০ টাকার হকারতো ফার্মগেট আর গুলিস্তানে থাকার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হল কি করে?

অনুষ্ঠানে ড. আখতারুজ্জামান বলেন, ‘১০ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। বাংলাদেশে এটা পাওয়া যায়। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে।’

উপাচার্য আরও বলেন, ‘১০ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ ১০ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর