৮ ফেব্রুয়ারি কারাগারে খালেদার এক বছর, সোহরাওয়ার্দীতে সমাবেশ বিএনপির

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

৮ ফেব্রুয়ারি কারাগারে খালেদার এক বছর, সোহরাওয়ার্দীতে সমাবেশ বিএনপির

ডেস্ক প্রতিবেদন
আগামী ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার এক বছর পূর্ণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। ওই দিন দুপুর দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন।

পরবর্তীতে খালেদা জিয়াকে দেওয়া দণ্ডের রায় বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। তার কারাদণ্ডের বিরুদ্ধে গত বছর ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর