ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অনেকের সামনে এমন জোড়া খুনের ঘটনায় মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় আদালত ও সংশ্লিষ্ট আ্ইনজীবীরা তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছেন।
আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ জোড়া খুনের ঘটনায় আসামি বখতিয়ার আলম রনির তাদেরকে হত্যা করার কমন ইনটেনশন ছিলো না। এছাড়া আসামি রনি ঘটনার সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ে হাসপাতালে থাকায় তিনি বিষণ্নতায় ছিলেন। ওই সময় তিনি মদপানে নেশাগ্রস্ত ছিলেন। তিনি লাইসেন্সবিহীন পিস্তল দিলে মামলার ভিক্টিমদের গুলি করেন। তিনি জানতেন গুলি করলে তারা মারা যেতে পারে। এ ঘটনায় তার মৃত্যুদণ্ড শাস্তি হয়, কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।
আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিতে গেলে আদালতকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হয়। যেমন, হত্যা বিষয়ে আসামির পূর্ব পরিকল্পনা ছিল কি-না (মেনস রিয়া), না আকর্ষিক রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়া মানসিক সুস্থতা ও নেশাগ্রস্থ ছিলেন কি-না বিবেচনায় নেয়া হয়। আমরা আদালতে রনির পক্ষে সবকটি প্রমাণ করতে পেরেছি। এ ধরনের অপরাধে যাবজ্জীবন বা এর চেয়ে কম শাস্তি দিলেই আসামির প্রতি ন্যায় বিচার করা হয়।
অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌশলী জাহিদুল ইসলাম সরদার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস তাকে কারাভোগ করতে হবে।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech