ঢাকা ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯
একই সহোদরের ইসলামী বয়ানে মুগ্ধ হলেন সিলেটের ধর্মপ্রাণ মুসুলীরা। ইসলামে পিএইচডি ডিগ্রিধারী যুক্তরাজ্য প্রবাসী দুই ভাই হলেন মুফতি হাবীব নূহ ও মুফতি শামীম আহমদ। শুক্রবার নগরের একটি কমিউনিটি সেন্টারে নাসীহা কনফারেন্সে তাঁরা এই বয়ান পেশ করেন। বয়ানকালে পিতা রায়নগর রাসোস-৯ এর বাসিন্দা হাজী আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সে পার্শ্ববর্তী এলাকার লোকজন ও নিজ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
শুরুতেই কনফারেন্সের ল্য ও উদ্দেশ্য সম্পর্কে মুফতি হাবীব নূহ বলেন, ভালো উদ্দেশ্যে এবং নেক নিয়তে আত্মীয়-স্বজনদের একত্র হওয়ার সুযোগ সৃষ্টির ল্য নিয়ে এই কনফারেন্স। এর মাধ্যমে ইসলামী দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এর মাধ্যমে মিলেমিশে দ্বীনি কাজে অগ্রসর হয়ে নতুন প্রজন্ম এবং শিশু কিশোরদের জন্য নতুন একটি উদাহরণ তৈরি করা সম্ভব।
মুফতি শামীম আহমদ বলেন, ইসলামের সার্বজনীন কল্যাণের বার্তা পরিবার থেকে ধারণ করে সমাজের সর্বস্তরে পৌছে দেওয়াই এই কনফারেন্সের ল্য। সমাজের সর্বস্তরে এই বার্তা পৌছে দেওয়ার মধ্য দিয়েই ইসলামী মূল্যবোধের আলোকে নতুন এক পৃথিবী গড়ে তোলা সম্ভব।
বয়ানে কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে বাংলা তর্জমায় বলা হয়, ‘হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করবেননা। হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব পালন করবেননা, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছেন এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করাবেননা, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করুন এবং আমাদের প্রতি আপনি দয়া করুন।’
উলেখ্য, মুফতি হাবীব নূর এবং মুফতি শামীম আহমদ কাজির বাজার জামেয়া মাদরাসা থেকে টাইটেল পাশ করে যুক্তরাজ্যে চলে যান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech