ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
জৈন্তাপুরে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। মৃত সূচনা বিশ্বাস (১৪) উপজেলার ডৌডিক গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে এবং উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। পরিবারের দাবি সুচনা আত্মহত্যা করেছে। তবে কিকারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে তারা পুলিশকে কিছুই জানাতে পারেনি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech