ঢাকা ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সউদি ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিনিধি শায়খুল হাদীস ইসহাক আল-মাদানী বলেছেন, তাকওয়া ও আত্মশুদ্ধির দ্বারা নিজেকে পরিবর্তন করার মাস হচ্ছে রজমান। আল্লাহ তায়ালা পবিত্র রামজান মাসকে সর্বোত্তম মাস হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর ও তার শাস্তির আজাবের প্রতি ভয় করে নিজেদেরকে তাকওয়া ও আমল দ্বারা সঠিক পথে পরিচালিত করতে হবে। এখলাসের সাথে আল্লাহর ইবাদাত বন্দেগীতে লিপ্ত থেকে প্রকৃত মুমিন বান্দা হিসেবে আল্লাহর সন্তষ্টি অর্জন করতে হবে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার নগরের আগ্রা কমিউনিটি সেন্টারে বাপুসের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মোরশেদ আলম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট বিভাগীয় কেন্দ্রীয় কমিটির পরিচালক মাওলানা খলিলুর রহমান।
বাপুসের সদস্য ফারুক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাপুসের সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমদ, আব্দুল মালিক, আব্দুল আহাদ, মিফতাউর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, কোষাধ্যক্ষ লিটন আহমদ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু, আলাউদ্দিন শিকদার, সাজ্জাদুর রহমান, নিজাম উদ্দিন, ফারুক আহমদ। অনুষ্টানে জরুরী ভিত্তিতে আগামী ১৮ মের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য অনুরুধ জানান বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে শায়খুল হাদীস ইসহাক আল-মাদানী আরো বলেন, রমজান মাসকে অবহেলা অবজ্ঞা না করে আল্লাহর ইবাদতে মশগুল থেকে পরকাল এবং ইহকালের জন্য শান্তি কামনা করতে হবে। তাই রমজান মাসে ভালো কাজের অংশিদার হয়ে সমাজের মানুষের প্রতি দায়িত্ব রেখে সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech