সদর উপজেলায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

সদর উপজেলায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ‘প্রযুক্তি নিয়ে করবো কৃষি সমৃদ্বি আসবে দিবানিশি, প্রযুক্তির ব্যবহারের বদলে দেব দেশ, গর্বভরে বলব আমরা ডিজটাল বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শিরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপ সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের কৃষক আনছার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকার, অতিরিক্তকৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ উপসকারী কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক মোহাম্মদ জৈন উদ্দিন।

উল্লেখ্য, ২৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর