সুরমা নদীর লামাকাজী এলাকা থেকে মাহার ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

সুরমা নদীর লামাকাজী এলাকা থেকে মাহার ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
সিলেটের টুকেরবাজার ব্রিজের উপর থেকে ফেলে দেয়া শিশু মাহার(৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে সুরমা নদীর লামাকাজি এলাকায় মরদেহটি ভেসে ওঠে। স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আটক সৎমাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, ব্রিজ থেকে শিশুকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামী করা হয় শিশু মাহার সৎমা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে। শনিবার সালমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার ফতেহপুর খাসেরকান্দি গ্রামের জেলে জিয়াউল হক প্রায় ১০ বছর আগে রাজনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর দুই কন্যা সন্তান জন্ম দেন রাজনা বেগম। দুই সন্তান হলে মারিয়া বেগম (৮) ও মাহা বেগম (৫)। শুধু মেয়ে সন্তান জন্ম দেয়ায় রাজনা বেগমকে তালাক দিয়ে বছর চার আগে জিয়াউল হক জালালাবাদ থানার উজান পীরেরগাঁও গ্রামের তোতা মিয়ার মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন।

সালমাও এক কন্যা সন্তানের জন্ম দিলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে শুক্রবার বিকেল ৩টার দিকে রাগ করে সালমা বেগম সৎমেয়ে মাহাকে শাহজালাল সেতুর ওপর থেকে সুরমা নদীতে ফেলে দেন। এ সময় স্থানীয় জনতা ঘটনাটি দেখে সালমা বেগমকে ধরে পুলিশে সোর্পদ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর