সিলেটে শিল্প পণ্য মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯

সিলেটে শিল্প পণ্য মেলার শুভ উদ্বোধন

বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে শিল্প পণ্য মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট জালালাবাদ সেনানিবাস বটেশ্বর বাজার সোনালী ব্যাংক সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, এরা দেশের সম্পদ। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। প্রধানমন্ত্রী সকল প্রতিবন্ধীদের জন্য চালু করেছেন প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীদের জন্য সকল ক্ষেত্রে আলাদা কৌঠা, প্রতিবন্ধীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানচালু করাসহ নানা ধরণের উদ্যোগ নিয়েছেন। তাই প্রতিবন্ধীদেরকে সম্পদ হিসাবে তৈরি করতে সকলের সহযোগিতা করা একান্ত প্রয়োজন।

সিলেটে প্রতিবন্ধীদের আয়োজনে এই প্রথম মেলা হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আগামীতে প্রতিবন্ধীদের জন্য বটেশ্বর এলাকায় একটি স্কুল করা দরকার। যাতে করে সেই স্কুলে লেখা পড়ার পাশাপাশি প্রতিবন্ধীদেরকে সেলাই প্রশিক্ষণসহ সকল ক্ষেত্রে পারদর্শি করা যায়। আর এই সকল কাজ বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সভাপতি এম.এম. মোশারফ হোসেন (মাসউদ) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিলাল সহ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল হাফিজ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শাবিপ্রবি’র প্রতিবন্ধী শিক্ষার্থী সাফওয়ান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সকল সদস্য ও শাবিপ্রবির প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত শিল্প পণ্য মেলায় রয়েছে সার্কাস, ছোট শিমুদের বিনোদনের জন্য মিনি পার্ক ও দেশি বিদেশি তৈরি নানা ধরণের পণ্য সামগ্রী। আর মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০ পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর