ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
শ্রীমঙ্গল সংবাদদাতা
গা শিরশির করা হিমেল হাওয়ার ছোঁয়া আর ভোরের সকালে ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু এক অন্যরকম ভালোলাগার সৃষ্টি করে। কবি-সাহিত্যিকের ভাষায়- শিউলির প্রলোভনেই হেমন্তের হাত ধরে আসে শীত। শীতের আগমন যেন নি®প্রাণ, ছন্দ-গন্ধহীন হয়ে যায় ছাতিম আর শিউলি ফুলের ঘ্রাণ ছড়ায়। বিশেষত পৌষ ও মাঘ এই দু’মাস শীতকাল হিসেবে পরিচিত হলেও বর্তমানে হেমন্তের ঋতুতে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে বাংলাদেশর সবচেয়ে শীতলতম স্থান হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে। শীতের আগমনের পদধ্বনিতে প্রকৃতি সেজে ওঠেছে নতুন আমেজে। তাছাড়া কয়েকদিন যাবত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও বহমান শীতল হাওয়া যেন শীতের আগাম আমেজ বাড়িয়ে দিচ্ছে।
প্রকৃতিপ্রেমী ও সাহিত্যানুরাগী মো. একরামুল কবীর জানান, অতি শীত আর অতি বৃষ্টির দেশ চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল। পাহাড়ী অঞ্চল আর চা জনপদের এলাকাটি শীতে আরোও বর্ণিল রূপ ধারণ করে। ভ্রমণপিপাসু মানুষেরা শীত উপভোগে ছুটে আসেন এ অঞ্চলে। শীত ধীরে ধীরে জেঁকে বসতে শুর করেছে। শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে হিমেল বাতাসে। হেমন্তের শীত অনুভবে শ্রীমঙ্গল অতুলনীয়। প্রকৃতির নৈসর্গিক সৌন্দয্যের লীলাভূমি শ্রীমঙ্গল শীতে আরেক রূপে হাজির হয়। যে চিত্রের তুলনা হয় না।
নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ভৈরব বাজার উচ্চবিদ্যালয়ের শিকিা ঝুমন কুন্ডু এনি জানান, ধবধবে সাদা কুয়াশার মধ্যে শীতের আগমন ধ্বনি পরিলতি হচ্ছে শ্রীমঙ্গলে। কুয়াশাচ্ছন্ন ভোরবেলা, বেলা বাড়তেই গরম আর সূর্য অস্তমিত হলেই শীতল হাওয়া। এ যেন এক অন্যরকম ভালো লাগা।
কবি ও নাট্যকার জহিরুল মিঠু বলেন, হেমন্তের শীতের আমেজ। রাতে গায়ে কাঁথা দিয়ে ঘুমুচ্ছি এটা ভাবতেই থ্রিল! এখানকার চা বাগানগুলোতে শীতের ছোঁয়া লেগে গেছে, শীতের সবজি ওঠাও শুরু হয়েছে। চারিদিক দেখে মনে হচ্ছে হেমন্তেরই শীতের আগমন বার্তা।
এদিকে ঋতু পরিবর্তনের এসময়টাতে শ্রীমঙ্গলে রোগব্যাধির প্রকোপ দেখা যাচ্ছে। রোগব্যাধিতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধবয়সী পর্যন্ত সবার। সর্দি-কাশি বা কমন কোল্ডের প্রভাব বেশি চোখে পড়ছে। তাপমাত্রা পরিবর্তনের কারণেই এসময়টাতে সর্দি-কাশির প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech