বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের সংর্ঘষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে আহত তাজ উদ্দিন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি রেখে এ মামলা দায়ের করেন।

.
মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার দুর্লভপুর গ্রামের এতিম উল্লার ছেলে ছবির আহমদ (৩৩), আমির আলী (৩৫), একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আছকর আলী (৩৬), আখলুছ আলী (৩৮), আপ্তাব আলীর ছেলে ইন্তাজ আলী (৫২), ইন্তাজ আলীর ছেলে আবদুস সামাদ (২৬), সোনা উল্লার ছেলে ওয়াহিদ আলী (২৮), মৃত মনা উল্লার ছেলে বক্কর মিয়া (২৮), মৃত ইছাক আলীর ছেলে আলা উদ্দিন (৫৫), ইমাম উদ্দিন (৩৮) ও আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)।
মামলার দায়েরের পরপরই পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত এতিম উল্লাহর ছেলে আমির আলী (৩৫) ও একই গ্রামের আবদুর রউফের ছেলে আবদুল কাইয়ুম (২৮)। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলা দায়ের ও দুই আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.
উল্লেখ্য, পূর্ববিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত মখন আলীর ছেলে তাজ উদ্দিন ও মৃত আঞ্জব আলীর ছেলে সোনা উল্লাহ’র পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৮ জন আহত হন। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর