বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের  ‘এলাকা পরিচালক’ নির্বাচন মঙ্গলবার

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের  ‘এলাকা পরিচালক’ নির্বাচন মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদন : আগামী কাল মঙ্গলবার বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট পল্লী বিদ্যু সমিতি-১ এর ৬ নং এলাকার নির্বাচনে প্রার্থী হিসাবে দুজন প্রতিদ্বদ্বিতা করবেন। শমসের আলম চেয়ার মার্কা, মোঃ হানিফ আহমদ ছাতা মার্কা।  সিলেট সমিতি-১ এর আওতায় বিয়ানীবাজার জোনাল অফিসের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
.
বিয়ানীবাজার জোনাল অফিসের প্রায় ৩১ হাজার সমিতির গ্রাহকের সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হবেন। সমিতি ও আরইবির বিভিন্ন পর্যায়ের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ১০টি বুথের মাধ্যমে বৈরাগি বাজার আইডিয়াল কলেজ প্রাঙ্গণে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে ।  সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ কার্যক্রমে নির্বাচন কমিশিনার হিসেবে বিআরইবির উপ-পরিচালক তসলিমা পারভীন দায়িত্ব পালন করবেন।
.
সার্বিক দায়িত্বে থাকবেন সিলেট পল্লী বিদ্যু সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস এম হাসনাত হাসান।   নির্বাচনকে সফল করতে সমিতির বিয়ানী বাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল, পিইউসি মোঃ আনিসুর রহমান ও ওয়্যারিং পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন নিরলস কাজ করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর