ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বালিঙ্গা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বালিঙ্গা নবজাগরণ কিশোর সংঘে’র সাবেক সভাপতি মো: আব্দুস সামাদ খাঁনকে র্যাব -৯ পরিচয়ে হত্যার হুমকি প্রধান করা হয়। গত (২ নভেম্বর) শনিবার সকাল আনুমানিক ১১.২৫ ঘটিকায় সময় র্যাব- ৯ পরিচয়ে ব্যবহৃত মোবাইল নং :- ০১৭২৬-৩৫২৯৬০ থেকে ফোন করিয়া খারাপ ভাষায় গালিগালাজ করিয়া খুন, জখমের ও হত্যার হুমকি প্রধান করে এবং বিকাশ নাম্বারে এিশ হাজার টাকা প্রধান করতে বলে (বিকাশ নাম্বার ০১৬২৩৪৯৬২৯৮) অন্যথায় ক্রসফায়ারের মেরে ফেলা হবে বলে হুমকি প্রধান করা হয়।
এ বিষয়ে সামাদ খাঁন বলেন, র্যাব -৯ পরিচয়ে মোবাইল ফোন নাম্বার থেকে ০১৭২৬-৩৫২৯৬০ থেকে আমাকে হত্যার হুমকি প্রধানসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়। সে আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। টাকা না দিলে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। কিন্তু আমি র্যাব -৯ সাথে যোগাযোগ করে এর কোন সত্যতা না পেয়ে বিয়ানীবাজার থানায় জিডি এন্ট্রি করি। বিয়ানীবাজার থানায় জিডি এন্ট্রি নং- ১৮০ তাং ০৪/১১/২০১৯ইং। সামাদ খান আরোও বলেন, আমি এবং আমার পরিবারে লোকজন কে নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech