বিয়ানীবাজার উপজেলা আ.লীগের সভাপতি আতাউর, সম্পাদক আউয়াল

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

বিয়ানীবাজার উপজেলা আ.লীগের সভাপতি আতাউর, সম্পাদক আউয়াল

নিজস্ব প্রতিবেদন:: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ২য় অধিবেশনের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাকসুদুল ইসলাম আওলাদ। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

সভাপতি পদে আতাউর রহমান খান ভোট পেয়েছেন ২১২। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হাসিব মনিয়া পেয়েছেন ১৬২, নজমুল ইসলাম ১২টি।

সাধারন সম্পাদক পদে মকসুদ ইসলাম আওলাদ পেয়েছেন ১৫১টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশীদ দিপু পেয়েছেন ১০৩টি, জাকির হোসেন ৭৬, আবুল কাশেম পল্লব ৫০ ও জামাল হোসেন ৫টি।

মোট ভোট প্রয়োগ করেছেন ৩৯২ জন। তাদের মধ্যে ৩টি ভোট বাতিল করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর