লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক কর্মশালা

লিডিং ইউনিভার্সিটিতে ‘পেডাগুজি এন্ড মেটা-কগনিটিভ টুলস এন্ড টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল এর উদ্যোগে বৃহস্পতিবার দক্ষিণ সুরমার রাগীবনগরন্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির, বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল এর পরিচালক ড. মাহবুব আলম এবং অতিরিক্ত পরিচালক ওবাইদুল্লাহ আল মারজুক। ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল এর পরিচালক মো: রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি বলেন, শিক্ষাদানে সঠিক পদ্ধতির ব্যবহার গুবই গুরুত্বপূর্ণ। পাঠদানের উপর আজকের এ কর্মশালা থেকে বিভিন্ন দিকনির্দেশনা শিক্ষক এবং শিক্ষার্থীদের ইন্টরেক্টিভ টিচিং এন্ড লার্নিং বিষয়ে সহায়ক ভূমিকা রাখবে। তিনি এ কর্মশালার আয়োজন করার জন্য আইকিউএসি এবং রিসোর্স পারসনকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর