ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের বিষয়বস্তু ছিল ‘‘সিমবায়োসিস অব টেক্সট অ্যান্ড মিউজিক ইন রবীন্দ্রনাথ টেগোর’স গীতাঞ্জলী’’।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তা ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক। বিভাগের প্রভাষক তাসনুভা তাবাসসুমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস।
সেমিনারে গীতাঞ্জলী’র পটভূমি, বিষয়ভিত্তিক আলোচনা, বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় গীতাঞ্জলীর গানের আবৃত্তি ও সংগীত উপস্থাপন করা হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech