আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা : প্রিন্সিপাল হাবিব একজন ক্ষণজন্মা মহান ব্যক্তিত্ব

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা : প্রিন্সিপাল হাবিব একজন ক্ষণজন্মা মহান ব্যক্তিত্ব

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহ.) এর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রিন্সিপাল হাবীবুর রহমান (রহ.) বহুমুখী প্রতিভার সমন্বয়ী এক ব্যক্তিত্ব ছিলেন। মানুষ গড়ার কারিগর এক ক্ষণজন্মা ব্যক্তিত্বের প্রতিটি পরতে পরতে রয়েছে নতুন প্রজন্মের জন্য শিক্ষা। তিনি ছিলেন, একাধারে একজন শিক্ষক, সফল রাজনীতিবিদ, একজন সুলেখক, শায়খুল হাদীস, ইসলামদ্রোহী শক্তির ত্রাস, আধ্যাত্মিক সাধক। তার হাতে গড়া প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়ার সহযোগিতার মাধ্যমেই তাঁর আত্মা শান্তি পাবে। তাই সর্বস্তরের জনতার জামেয়ার সাহায্যে এগিয়ে আসা ঈমানী দায়িত্ব।

জামেয়া মাদানিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জামেয়া মাদানিয়া মাঠে আয়োজিত স্মারণ সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

জামেয়া মাদানিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাওলানা শামীম আহমদ এর সভাপতিত্বে ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা ফাহাদ আমান ও মাওলানা তাজুল ইসলামের যৌথ পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ জিয়া উদ্দিন, রেজাউল করিম জালালী, গরহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, সাবেক সিলেট পৌরসভার চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, জামেয়ার হোস্টেল সুপার ও মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুছা, খতিব মাওলানা তাজুল ইসলাম, মুফতি শফিকুর রহমান, মাওলানা আহমদ হুসাইন, মাওলানা আরীফুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আছাদ উজ জামান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা তাফাজ্জুল, মাওলানা মুহাতাছিম বিল্লাহ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মুছাব্বির, মাওলানা পীর আব্দুল জব্বার, আব্দুল হাদী চৌধুরী, মাওলানা এমরান আলম, আব্দুল মুতিন নবীগঞ্জী, মাওলানা মুছা মোল্লা, মামুনুর রশীদ, ফুজায়েল আহমদ, আলহাজ¦ আতাউর রহমান, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, রুহুল আমীন সাদী, আব্দুল আজিজ, নুর উদ্দীন কাসেমী, ক্বারী আব্দুল মতিন, মাওলানা রফিকুল ইসলাম মুস্তাক, প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর