ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
প্রাথমিক ও ইবতেদায়ি শিা সমাপনী (পিইসি) পরীা-২০১৮ শুরু হচ্ছে আগামীকাল রোববার । এবার পরীায় থাকছে না এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীা। পরীা শেষ হবে ২৬ নভেম্বর। বিশেষ চাহিদাসম্পন্ন শিার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে।
প্রাথমিক ও গণশিামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এ বছরের পরীার ফল নির্বাচনের আগেই প্রকাশ করা হতে পারে। আমরা মনে করি না, নির্বাচনের কারণে ফল প্রকাশ এবং বই বিতরণে কোনো সমস্যা হবে।
ইতোমধ্যে, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলার পরীা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বছর ছয়টি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীা দিতে হবে। পরীায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন শিার্থী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৭৮ হাজার জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ছাত্রী। গত বছরের চেয়ে এবার ২৩ হাজার ৪৭২ জন শিার্থী বেশি। এবার ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এ পরীা হবে। পরীার দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের পরীা নিয়ন্ত্রণ করে টেলিফোন নম্বর ০২-৯৫১৫৯৭৭, ই-মেইল সড়ঢ়সবংপয২@মসধরষ.পড়স এবং প্রাথমিক শিা অধিদপ্তরের নিয়ন্ত্রণ করে নম্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৮৫৫-০৮০৩০৭, ০১৭১২-১০৬৩৬৯, ই-মেইল ফফবংঃধনফঢ়ব@মসধরষ.পড়স । সমাপনী পরীা সংক্রান্ত সব তথ্য এ নিয়ন্ত্রণ ক থেকে জানা যাবে।
পঞ্চম শ্রেণির শিার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীা শুরু হয়। আর ইবতেদায়িতে এই পরীা হচ্ছে ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ খ্রিস্টাব্দ থেকে গ্রেডিং পদ্ধতিতে খুদে শিার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এই পরীার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ি শিা সমাপনী নিচ্ছে সরকার।
প্রাথমিক সমাপনীর সূচি :
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিা।
ইবতেদায়ি সমাপনীর সূচি :
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech