বিয়ানীবাজারে মাথাবিহিন অজ্ঞাত ব্যাক্তির কংকাল উদ্বার

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

বিয়ানীবাজারে মাথাবিহিন অজ্ঞাত ব্যাক্তির কংকাল উদ্বার

মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকার সোনাই নদীর তীরবর্তী ঝোপে অজ্ঞাত ব্যক্তির লাশের পাশে পড়ে থাকা লুঙ্গি, গেঞ্জি ও কংকাল পাওয়া গেছে। ।
২১( জানুয়ারী) মঙ্গলবার বিকালে স্থানীয়রা দূগন্ধ পেয়ে ঝোপের কাছে গিয়ে লাশের কংকার দেখতে পান।
পুলিশ সূত্রে জানা যায়, লাশের মাংস পচে যাওয়ায় শুধুমাত্র কঙ্কাল রয়েছে। তবে লাশের সাথে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে ওসি অবনী শংকর করসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে।
পুলিশ লাশের পাশে পড়ে থাকা লুঙ্গি ও গেঞ্জি আলামত হিসাবে জব্দ করেছে। অজ্ঞাত ব্যক্তির লাশটি থেকে মাংস ঝরে গেছে। শুধু পায়ের গোড়ালিতে মাংস রয়েছে। কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অবনী শংকর কর জানান, কঙ্কালের সাথে একটি গেঞ্জি ও লুঙ্গি রয়েছে। তবে ডিএনএ টেষ্ট ছাড়া এ কঙ্কাল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর