ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
সিৃকবি সংবাদদাতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সার্জারি এবং থেরিওজেনোলজি বিভাগের উদ্যোগে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্জিকাল কিটবক্স বিতরণ করা হয়েছে।
রবিবার নতুন অনুষদীয় ভবনের ৪র্থ তলায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ.টি.এম মাহবুবে এলাহি। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন ও বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্জারি এবং থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতিকুজ্জামন।
অনুষ্ঠানে বক্তারা কিট বক্সের প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ভেটেরিনারি পেশায় সিকৃবি শিক্ষার্থীদের যে সুনাম রয়েছে তা যেনো তারা ধরে রাখে এবং কিট বক্সের যথাযথ ব্যবহার করে’।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech