সিলেটে বেসবলের যাত্রা শুরু

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

সিলেটে বেসবলের যাত্রা শুরু

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ বেসবলের সিলেটের যাত্রা শুরু করল। এ যাত্রা শুভ হোক, দীর্ঘস্থায়ী হোক। পড়ালেখা মানুষকে যেমন শিক্ষিত জাতি গঠনে সহায়তা করলেও খেলাধুলার মাধ্যমে মন ও শরীরকে সুস্থ্য রাখে। তেমনি খেলাধূলা দেশ ও জাতিকে বিশ্ব দরবারে দাঁড়াতে সহায়তা করে।
গতকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরতলীর টুলটিকর এলাকায় ৪ টি টিম নিয়ে মতবিনিময়কালে বাংলাদেশ বেসবলেল কোচ ও অধিনায়ক কানাডা প্রবাসী মো: রফিক চৌধুরী এ কথাগুলো বলেন। টুলটিকর সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত সফর ও খেলোয়াড়দের নিয়ে সমিতির সভাপতি কবি সাজ্জাদ আহমদ সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেট বেসবলের যাত্রার প্রাক্কালে খেলোয়াড়দের সব ধরনের আশ্বাস প্রদান করেন এবং এ যাত্রা যেন দীর্ঘস্থায়ী হয় এ প্রত্যাশা রাখেন। সমিতির সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসবল বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মো: জাহেদুল হক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরাণ শাখার সভাপতি সৈয়দ আকরাম আল সাহান, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক মো: মাফিক আহমদ চৌধুরী, খেলোয়াড়দের মধ্যে মামুন আহমদ স্বাধীন, সারোয়ার আহমদ শাওন, তানভীর আহমদ জীবন, জুম্মান ইসলাম, মো: রকিব উদ্দিন, মো: শুভ, ইমন আহমদ, জুমন আহমদ, অপু রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর