সিলেটে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ এর উদ্বোধন

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

সিলেটে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ এর উদ্বোধন

ক্রীড়া ডেস্ক : ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০’ এর সিলেট ভেন্যুর শুভ উদ্বোধন হয়েছে। ২৬ জানুয়ারি রোববার বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে এই লীগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম. এ. সাত্তার, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা ও কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, মাসুক মিয়া, মাহমুদ হোসেন শাহীন ও জাহান-ই-আলম নুরী রাহেল এবং সিলেট ডি এফ এ’র সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, ইলেকট্রনিক মিডিয়া এন্ড জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট এর সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস, সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ ইকবাল বখত সুমন, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ আবু জাকের, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুর রহমান, কসমস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক উজ্জ্বল বখত, ম্যাচ কমিশনার ও সাবেক ফিফা রেফারী মো: মারুফ শিকদার , দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল, কল্লোল তালুকদার, রাকিবুল ইসলাম দিলু, আকবর হোসেন প্রমুখ। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রতন কান্তি দাশ গুপ্ত, মো. দিদারুল আলম, মো. রফিক ও বিটু বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। সিলেট ভেন্যুর পরবর্তী খেলা সিলেট বনাম মৌলভীবাজার জেলা ফুটবল দলের মধ্যকার আগামী ৪ ফেব্রুয়ারি ২০২০ ইং মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ও নীলআকাশে রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং পরবর্তীতে অতিথিবৃন্দ উভয়দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী ম্যাচ গোলশূন্য ড্র হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর