ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আহমদ সাগর জামিলের জকিগঞ্জস্থ বাড়িতে পুলিশী তল্লাশী ও পরিবারে সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, নেতাকর্মীদের হয়রানী করে সরকার মতায় টিকে থাকতে পারবে না। খুব শীঘ্রই এ সরকারের বিদায়ের ঘন্টা বেজে যাবে। একারণে পুলিশী বাহিনী দিয়ে নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশী করছে। নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে হয়রানী ও পরিবারের সদস্যসের সাথে অশালীন ব্যবহার বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অবিলম্বে হয়রানী, জুলুম নির্যাতন বন্ধ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্ধিদের মুক্তির দাবি করেন।
বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি (পদত্যাগী) নজরুল ইসলাম, সহ সভাপতি (পদত্যাগী) মাসরুর রাসেল, যুগ্ম সম্পাদক (পদত্যাগী) সুহেল ইবনে রাজা ও আনোয়ার হোসেন রাজু, পদবঞ্চিত জেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার আহমদ, মহানগরের সাবেক পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার ও সদস্য মিজানুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech