সিলেট জেলা ক্রীড়া ভবনে সাকিবকে সংবর্ধনা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

সিলেট জেলা ক্রীড়া ভবনে সাকিবকে সংবর্ধনা

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টিতে সিলেটের কৃতিসন্তান, সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিব এর অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শনিবার জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, তানজিম হাসান সাকিব এর সূতিকাগার গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী’র প্রশিক্ষণলব্ধ প্রশিক্ষণার্থী হিসেবে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় হয়ে প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণের পর বিকেএসপি এর পক্ষে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর স্থলাভিষিক্ত হিসেবে ভবিষ্যতে আমাদের তানজিম হাসান সাকিবও তাঁর ধারাবাহিক ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের গৌরবময় কীর্তিতে অবদান রাখবে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়েরাও তাঁর ক্রীড়ানৈপুণ্য ও আদর্শে উদ্ভাসিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম তাৎক্ষণিক মুহুর্তে জরুরীকাজে কোম্পানীগঞ্জে অবস্থান করায় সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এর মাধ্যমে মোবাইলফোনে তানজিম হাসান সাকিবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।

সংবর্ধিত ক্রীড়াবিদ তানজিম হাসান সাকিব তাঁর বক্তব্যে এ আয়োজনের জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বয়সভিত্তিক খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমরা কোচ ও কর্মকর্তাদের সম্মান করবে , পাশাপাশি ক্রিকেটকে ভালোবেসে খেলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম এ সাত্তার, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও আহমদ আলী মেনাই, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব ও সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন, ক্রিকেট কোচ রিংকু সরকার, আলমাস আহমদ শুক্কুর , পলাশ কর ও মুহিন আহমদ শান, ক্রীড়ানুরাগী রঞ্জন রায় , সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমী, সিলেট টাইগার্স ক্রিকেট একাডেমী ও বেসিক ক্রিকেট একাডেমী’র খেলোয়াড়বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর