ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
মিসবাহ উদ্দিন,বিয়ানীবাজার প্রতিনিধি ঃ বিয়ানীবাজারের অধিকাংশ সড়কের মাইলের পর মাইল জুড়ে লেপ্টে আছে ইটভাটায় কেটে নেয়া মাটি। বৃষ্টিতে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন দুর্ঘটনায় কবলে পড়ছে । স্থানীয় প্রশাসনের নিস্তব্ধতার সুযোগে বেপরোয়া মাটি খেকোরা প্রতিদিন শতশত ট্রাক ও ট্যাক্টর দিয়ে কেটে নিচ্ছে ফসলি জমি ‘টপ সয়েল’। নষ্ট হচ্ছে সম্প্রতি কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া সড়ক, ঘটছে দুর্ঘটনা।
উপজেলা কৃষি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জমির টপ সয়েল কেটে নেয়ায় বন্দা জমিকে আবার উর্বর ক্ষমতায় ফিরিয়ে আনতে এবং টপ সয়েল পর্যায়ে উন্নীত করতে তিন প্রজন্ম সময় লাগবে। যা কোন অবস্থায় পুরণ করা সম্ভব নয়। আমরা জমির মালিকদের সচেতন করা ও উপজেলার দায়িত্বশীলদের এ বিষয়ে অবহিত করেছি। এর বাইরে আমাদের কিছু করার নেই।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই, দুবাগ, শেওলা, মুড়িয়া ও তিলপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ইটভাটায় ট্রাকে করে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। মাটি ট্রাক ও ট্রাক্টর চলাচল করছে সিলেট-বিয়ানীবাজার-মৌলভীবাজার মহাসড়কসহ বিয়ানীবাজার-চন্দরপুর সড়ক, বিয়ানীবাজার-সারপার-শাহবাজপুর সড়কসহ বেশ কিছু গ্রামীণ সড়ক দিয়ে। এর ফলে ট্রাক্ট থেকে পাকা সড়কের উপর মাটি পড়ে একটু বৃষ্টি হলেই সড়কগুলো কাদামাক্ত হয়ে পড়ে। ফলে দুর্ঘটনায় পড়ে সড়ক দিয়ে চলাচলকারি যাত্রি ও মালবাহী যানবাহন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সওদাখাল সেতু থেকে শেওলা সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার, নেড়াউদি সেতু থেকে কাকরদিয়া জামে মসজিদ এবং কাকরদিয়া বাজার থেকে বৈরাগীবাজার ত্রিমূখী ,বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের খলাগ্রাম ও তিলপারা অংশে এবং বিয়ানীবাজার-সারপার-শাহবাজপুর সড়কের ছোটদেশ, কোনাগ্রাম অংশে পিচ ঢেকে আছে মাটি। বিয়ানীবাজার-সিলেট সড়কের কাকরদিয়া এলাকায় ক্রাউন সিমেন্টবহনকারি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। বৃষ্টি হওয়ায় সড়কের উপর মাটির শক্ত প্রলেপ পিচ্ছিল নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। গত দুই সপ্তাহ পুর্বে একইভাবে বেশ কয়েকটি মাইক্রো ও অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা পড়েছিল।
চারখাই এলাকার মামুন আহমদ বলেন, মহাসড়কের উপর কয়েক ইঞ্চি পুরো হয়েছে আছে মাটির প্রলেপ। এর ফলে যানবাহন প্রায়ই পড়ছে দুর্ঘটনায়। তিনি বলেন, গত কয়েকদিন পূর্বে অল্প বৃষ্টিতে পুরো সড়ক কাদামাক্ত হয়ে পড়ে। এ সময় চারখাই থেকে অটোরিক্সা করে বিয়ানীবাজার যাওয়ার পথে আমাদের গাড়িটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দুবাগ এলাকার আব্দুস সামাদ বলেন, ট্রাক দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে। গত এক মাস থেকে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। বৃষ্টি হলেই সড়ক কদাকার হয়ে পড়ে। আর শুষ্ক সময়ে ধুলো উড়ে।
উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান বলেন, জমির টপ সয়েল কেটে নেয়ায় ফসল উৎপাদন হ্রাস পাবে। এতে কৃষকদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরী হবে। আমরা উপজেলা পরিষদের সভায় এ বিষয়টি অবহিত করেছি এবং ব্যবস্থা নেয়ার জন্য আবেদন জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, সহকারি কমিশনার (ভূমি)কে দ্রুত সময়ের মধ্যে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। একই সাথে থানার ওসিকে সড়ক দিয়ে মাটি বোঝাই ট্রাক যাতে না চলে সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছেন জানিয়ে বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে এরকম দুর্ভোগ থেকে রেহাই পাওয়া খুবই দুস্কর। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech