প্রবাসী বাংলাদেশীদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

প্রবাসী বাংলাদেশীদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক প্রতিবেদন
যুক্তরাজ্য থেকে আগত প্রতিনিধি দলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ইউকে ও আয়ারল্যান্ড) এর জিএম শফিকুল ইসলাম সম্প্রতি সিলেট চেম্বারের উদ্যোগে গৃহীত বিভিন্ন কর্মসূচীর ভূঁয়সী প্রশংসা করে বলেন, সিলেট-লন্ডল ডাইরেক্ট ফাইট চালুর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের সাথে কাজ করে যাচ্ছে। অচিরেই সিলেট-লন্ডন ডাইরেক্ট ফাইট চালু হবে। এক্ষেত্রে তিনি বাংলাদেশ সরকারসহ সংশ্লিস্ট সকলের সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, পর্যটন খাতে সিলেট বিকেল সম্ভাবনাময়। এই সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারীখাতকেও এগিয়ে আসার আহবান জানান। এক্ষেত্রে তিনি সিলেট চেম্বার ও বৃটিশ-বাংলাদেশ চেম্বারে একযোগে কাজ করে যাওয়ার অনুরোধ জানান। বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক ফিনান্স ডাইরেক্টর ও জেএমজি কার্গো এন্ড ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান মুনির আহমদ সিলেট-লন্ডন সরাসরি ফাইট চালু, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থার দাবী জানান। তিনি সিলেট চেম্বার ও বৃটিশ চেম্বার যৌথভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বর্তমান সরকার বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্সও নিজস্ব অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিলেটের প্রবাসীগণ বৃটেনের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে যে বিকেল ভূমিকা রাখছেন তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

তিনি বলেন, সিলেটে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, পুঁজি, গ্যাস ও মানবসম্পদ থাকা সত্ত্বেও উদ্যোক্তার অভাবে শিল্প খাতে সিলেট দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক পিছিয়ে আছে। এখানে আশানুরূপ বিদেশী বিনিয়োগ হচ্ছে না। বৃটেনে বসবাসরত সিলেটীরা এবিষয়ে একটু নজর দিলে শিল্প খাতে সিলেট অনেকদূর এগিয়ে যাওয়ার পাশাপাশি এখানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে ২১০০ সাল ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী সমৃদ্ধ মধ্য আয়ের দেশ গঠন এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের সিলেট অর্থনৈতিক অঞ্চল ও সিলেট ইলেক্ট্রনিক্স সিটি গড়ে উঠছে। তিনি সিলেটে নির্মানাধীন শ্রীহট্ট ইকোনমিক জোন ও সিলেট ইলেকট্রনিক্স সিটিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান।

তিনি বলেন, প্রবাসীরা এই দুটি প্রকল্পে বিনিয়োগ করে সিলেটের শিল্প বিপ্লবের অংশীদার হতে পারেন। এক্ষেত্রে সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে প্রবাসী বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। সিলেট চেম্বারের দাবীর প্রেক্ষিতে সিলেট-ঢাকা-সিলেট রুটে সান্ধ্যকালীন ফাইট চালু হয়েছে। তাছাড়া সিলেটের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীক সম্পর্ক বৃদ্ধির লক্ষে বিমানের ফাইট চালু এবং সিলেট-লন্ডন ডাইরেক্ট ফাইট চালুর জন্য দাবী জানান। সিলেট চেম্বারের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন ট্রাভেল লিংক ইউকে এর ব্যবস্থাপনা পরিচালনক সামি সানাউল্লাহ, ইমরান ট্রাভেলস ইউকে এর স্বত্তাধিকারী আশিকুর রহমান, ইউকে-বাটা’র চেয়ার ও হিলসাইড ট্রাভেল এর স্বত্তাধিকারী হেলাল উদ্দিন খান, মিলফা ট্রাভেলস এর পরিচালক মোহাম্মদ মুহিবুর রহমান হেলাল, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান জামিল, মুজিবুর রহমান মিন্টু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর