জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

ডেস্ক প্রতিবেদন :: সোনালী অতীত ক্লাব ইউকে ফুটবল দল সিলেট আগমনে তাঁদের সম্মানার্থে সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১০ মার্চ মঙ্গলবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ উপলক্ষ্যে ম্যাচ শুরুর পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন-পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।
সোনালী অতীত ক্লাব ইউকে ফুটবল দল বনাম সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল দল এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য-সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য এবং দায়রা ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সোনালী অতীত ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া এবং ম্যানেজার শফিকুল ইসলাম ও কোচ ফাওয়াদ আহমদ খান, অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী ও নুরে আলম খোকন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোঃ সাইফুর রহমান মনি, জালাল, জাকির হোসেন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল, সোনালী অতীত ক্লাব ইউকে এর সদস্য রুনু মিয়া, দিল মিয়া, রেখন আলী, নিজাম উদ্দিন, আব্দুল গফফার , মাসুদ মিয়া, আবুল হাসনাত, আব্দুল কালাম আজাদ, কয়েস আলী, নুর উদ্দিন, কামাল চৌধুরী, তফজ্জুল ইসলাম, রুহুল ইসলাম, আমিনুল হক, শামীম হোসেন, তোয়াসির আলী, বাবুল আলী, শাব উদ্দিন, বদরুল চৌধুরী, এনামুল হক, সুলুক আহমদ, সিরাজ আলী, জসিম উদ্দিন ও এনায়েত হোসেন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। প্রীতি ম্যাচে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল দল ৩-২ গোলে সোনালী অতীত ক্লাব ইউকে ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর