রোটারীয়ান সাঈদ মিয়া স্মরণে শোকসভা শনিবার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

রোটারীয়ান সাঈদ মিয়া স্মরণে শোকসভা শনিবার

বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী রোটারীয়ান আলহাজ্ব সাঈদ মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঐতিহ্যবাহী রোটারী কাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর শনিবার সন্ধে সাড়ে ছয়টায় নগরের হোটেল হিলটাউনের কনফারেন্স হলে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট প্রিন্সিপাল কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি থাকবেন এসাইন ডেপুটি গর্ভনর রোটারীয়ান পিপি মনির উদ্দিন চৌধুুরী ও এসাইন এ্যাসিসস্টেন্ট গর্ভনর রোটারীয়ান পিপি নিরেশ চন্দ্র দাস।

সভাপতিত্ব করবের কাব প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ রহিম।

উল্লেখ্য, মরহুম সাঈদ মিয়া আরসি সিলেট সেন্ট্রালের পাস প্রেসিডেন্ট হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি অনারারী মেম্বার হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন। ১৯৯০ সাল থেকে তিনি রোটারীর সাথে সম্পৃক্ত ছিলেন। দক্ষিণ সুরমার উত্তর ধরাধরপুর নিবাসী সাঈদ মিয়া গত ১৫ সেপ্টম্বর ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি স্থানীয় জামে মসজিদের মোতাওয়াল্লী দায়িত্ব পালন করেন। তিনি সিলেট চেম্বার এর ডাইরেক্টর মুসলিম সাহিত্য সংসদ ও রেডক্রিসেন্ট সোসাইটির আজিবন সদস্য, দক্ষিণ সুরমা কলেও বদিকুনা হাই স্কুলে প্রতিষ্টাতা সদস্য ছিলেন। কাবের সম্মানিত সদস্যবৃন্দ সহ আমন্ত্রিত সকলকে উপস্থিত থাকার জন্য কাবের অনারারী সেক্রেটারী রোটারীয়ান বিকাশ কান্তি দাস অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর