রোটার‌্যাক্ট কাব এমসি কলেজের মাসিক বুলেটিন প্রকাশ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

রোটার‌্যাক্ট কাব এমসি কলেজের মাসিক বুলেটিন প্রকাশ

রোটার‌্যাক্ট কাব অব সিলেট এমসি কলেজ এর মাসিক বুলেটিন প্রকাশ ও ২৩তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

কাবের সভাপতি রো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, প্রোগ্রাম চেয়ারম্যান রো. লোকমান হোসাইন বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল সিওএল প্রতিনিধি পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সমেবেত কন্ঠে জাতিয় সংগীত পাঠ শেষে রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রো. আনোয়ার হোসাইন তপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি রো. রুহুল আমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি কাব অব জালালাবাদ সভাপতি রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী, এমসি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক আতিকুর রহমান, প্রণব কান্তি তালুকদার, ইংরেজী প্রভাষক আবু মুসা মোঃ তারেক।

এছাড়া উপস্থিত ছিলেন- এক্স রো. ইমরান চৌধুরী (সাবেক সভাপতি-রোটার‌্যাক্ট কাব অব সিলেট ট্রি গার্ডেন), রোটার‌্যাক্ট কাব অব সিলেট এমসি কলেজ এর সাবেক সভাপতি রো. সাইদুল করিম রেজা, এক্স রো. রফিকুল আলম রফিক, রোটার‌্যাক্ট ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮২ এর সচিব রো. রাসেল আহমদ, রোটার‌্যাক্ট ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮২ এর এ্যাডিশনাল রোটার‌্যাক্ট রি-প্রেজেন্টেটিভ রো. কৃপালি চৌধুরী রাহুল, রো. প্রভাকর ভট্রাচার্য্য (সভাপতি-রোটার‌্যাক্ট কাব অব জালালাবাদ), রো. সারোয়ার হোসাইন (রোটার‌্যাক্ট কাব অব মদন মোহন বিশ্ববিদ্যালয়, কলেজ)।

প্রধান অথিতি রোটারী ইন্টারন্যাশনাল সিওএল প্রতিনিধি পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেন, নিজেকে প্রস্তুত করার মাধ্যমে আজকের তরুণ রোটার‌্যাক্টরা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস।

এছাড়াও কাব সচিব দেলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সচিব রো. মোঃ ফজল আহমদ, ইডিটর রো. লোকমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. আনোয়ার হোসেন তপু, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. আব্দুল মোমিন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. আব্দুর রহমান তুহিন, ট্রেজারার রো. মোঃ শাহজাহান, চিফ সার্জেন্ট এট আর্মস, রো. আলাউর রহমান, রো. অপু আহমেদ রাজু, রো. হাফিজ আহমদ সুজন, রো. শিহাব, রো. তানিম, রো. মাহমুদুল হাসান, রো. আব্দুল আজিজ, রো. ইসলাম উদ্দিন, ইয়ামিন ইসলাম, দিলওয়ার, আরিয়ান, কিবরিয়া প্রমুখ।

কাব সভাপতি রো. আমিনুল ইসলাম সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর