আবু তালহা তোফায়েল :: সিলেটের গোয়াইনঘাটে ৪র্থ বারের মত বন্যায় ক্ষতিগ্রস্ত গোটা উপজেলা। করোনাভাইরাসের এই সময়ে দুই মাসের ভিতরে ৪বার বন্যায় প্লাবিত হয় এই উপজেলা। দিনমজুর, শ্রমিক, মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা জীবিকা নিয়ে হতাশায় আছে। দু’মোটো খাবার জোটাতে পারছে না। এদিকে মুসলিমদের বৃহৎ উৎসব ঈদুল আযহা দিন ঘনিয়ে আসছে। জীবিকা নিয়ে বিপাকে বন্যার্তরা। ২৫ জুলাই (রবিবার) গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে বন্যা সামগ্রী বিতরণ করে যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
বিতরণে উপস্থিত ছিলেন যুব জমিয়তের সাবেক সহ সভাপতি গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, যুব জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ত্যাগি যুবনেতা মাওলানা ইসহাক কামাল, যুব জমিয়ত সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহরুল আমিন, সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ,বি-বাড়িয়া জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল করিম দিলদার, যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা বাহার উদ্দিন, হাফিয আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।