গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে সিএসডিএফের বন্যা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে সিএসডিএফের বন্যা সামগ্রী বিতরণ

আবু তালহা তোফায়েল  গোয়াইনঘাট,  থেকে: সিলেটের গোয়াইনঘাটে ৪র্থ বারের মত বন্যায় ক্ষতিগ্রস্ত গোটা উপজেলা। করোনাভাইরাসের এই সময়ে দুই মাসের ভিতরে ৪বার বন্যায় প্লাবিত হয় এই উপজেলা। দিনমজুর, শ্রমিক, মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা জীবিকা নিয়ে হতাশায় আছে। দু’মোটো খাবার জোটাতে পারছে না। এদিকে মুসলিমদের বৃহৎ উৎসব ঈদুল আযহা দিন ঘনিয়ে আসছে। জীবিকা নিয়ে বিপাকে বন্যার্তরা। ২৪ জুলাই (শুক্রবার) গোয়াইনঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৫ পরিবারে উপহার সামগ্রী বিতরণ করে কাউন্সিল ফর সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডিএফ) । বিতরণে উপস্থিত ছিলেন সিএসডিএফের প্রকল্প পরিচালক আব্দুল হক, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, মাওলানা রফিক মহল্লি, মাওলানা রফিক আহমদ, মাওলানা নেছার আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবুল হাসানাত, মাওলানা আলী হুসেন, সাংবাদিক আবু তালহা তোফায়েল, ফয়সাল আহমেদ (আর্ট), তাজ উদ্দিন, নাহিদ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর